পুরুষের প্রথম পছন্দ পাঞ্জাবি : Panjabi for Men, Panjabi Design

Panjabi for Men, Panjabi Design : বর্তমান সময়ে প্রতিটি মানুষই নিজেদেরকে সবার সামনে তুলে ধরতে যেন চিরপ্রতিজ্ঞ। সে মহিলা এবং পুরুষ যেকোনো ক্ষেত্রেই । মহিলারা যেমন নিজেদেরকে সুন্দর ভাবে তুলে ধরতে ঐক্যবদ্ধ ঠিক তেমনভাবেই পুরুষরাও কিন্তু পিছিয়ে নেই। আর পুরুষের সৌন্দর্য নিয়ে যদি কথা ওঠে তাহলে সবার আগে যে পোশাকের কথা মাথায় আসে সেটি হল পাঞ্জাবি বা কুর্তা। বর্তমান সময়ে এই পাঞ্জাবী এবং কুর্তার সৌন্দর্যের জুরি মেলা ভার। আজ আমরা এই কুত্তা বা পাঞ্জাবি নিয়েই কিছু তথ্য জানবো।

পাঞ্জাবি বা কুর্তা (Panjabi Kurta)

পাঞ্জাবি বা কুর্তা হল পুরুষদের সবথেকে ঐতিহ্যবাহী পোশাক। এটি একটি লম্বা ঢিলেঢালা পোশাক, খুবই আরামদায়ক এবং সহজলভ্য। এটি প্রায় হাঁটু পর্যন্ত লম্বা হয়। পাঞ্জাবি বা কুর্তা সাধারণত পুরুষরাই পরিধান করে থাকে কিন্তু বর্তমান সময়ে এটি মহিলারাও পরতে পারে । তবে সে ক্ষেত্রে পোশাক টাকে একটু অন্যরকম (Short Kurta for Women) করে তৈরি করতে হবে। যেটি দেখতে অনেকটা চুরিদার বা সালোয়ার কামিজের মত লাগে। এখন প্রায় অনেকেই জিন্সের সাথে এই পাঞ্জাবি বা কুর্তা পরে। যেটা দেখতে একদমই স্মার্ট এবং দারুন লাগে।

পাঞ্জাবি বা কুর্তা সাধারণত একটি রুচিসম্মত পোশাক। বিভিন্ন অনুষ্ঠানে এই পোশাকটির জুরি মেলা ভার। অনেকেই এখন তাদের নিজ নিজ কর্ম ক্ষেত্রেও পাঞ্জাবি বা কুর্তা পড়ে যায়। বেশিরভাগ ভারতীয় পুরুষরা রাতের বেলায় কোন বিশেষ অনুষ্ঠানে এই পাঞ্জাবী পড়তে প্রচুর পছন্দ করে।
আর বর্তমানে তো কালো রঙের পাঞ্জাবির (Black Kurta for Men) বিরাট চাহিদা। এই কালো রঙের পাঞ্জাবি (Black Kurta) এখন অল্প বয়সী ছেলেদের প্রথম পছন্দের।
রাত্রিবেলা শোয়ার সময় অনেক পুরুষরাই এই কুর্তা পায়জামা (Black Kurta Pajama)পরতে পছন্দ করে এটির আরামের কারণে অন্যান্য রাতের পোশাকের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে।
এখন বেশিরভাগ সামাজিক অনুষ্ঠান বা সমাবেশেও বিভিন্ন রাজনীতিবিদদের এই কুর্তা বা পাঞ্জাবী (White Kurta for Men)পরতে দেখা যায়। এটি বিশেষ করে ভারতীয়দের এক ঐতিহ্যবাহী পোশাক হওয়ায় এইসব জায়গায় এই পোশাকের (White Kurta) গুরুত্ব অপরিসীম।

পাঞ্জাবির ইতিহাস

কুর্তা শব্দটি এসেছে মধ্য এশিয়ার তুর্কিদের পরিধান করা পোশাক থেকে। যা থেকে অনুপ্রাণিত হয়ে দক্ষিণ এশিয়ার কিছু মানুষজন পোশাকটাকে বেছে নিয়েছে এবং ভারতীয় উপমহাদেশে তা বিরাট ভাবে ছড়িয়ে পড়েছে। ভারতের পুরুষদের সবথেকে ঐতিহ্যবাহী পোশাক ছিল ধুতি। আরেকটি সেলাইবিহীন কাপড় যেটা শরীরের উপরের অংশ ঢেকে রাখতো। পরবর্তীকালে বিশেষ করে পাঞ্জাব এবং রাজস্থানের পুরুষরা উপরের পোশাক হিসেবে এই কুর্তার প্রচলন শুরু করে। যেটি পাঞ্জাবিরা এবং রাজস্থানীরা কুর্তা বলে জানে।

আর এখান থেকেই বিভিন্ন অঞ্চলে এর নাম ছড়িয়ে পড়ে পাঞ্জাবি নামে। তবে মুঘল রাও এই পাঞ্জাবি কুর্তা প্রচুর পরিমাণে ব্যবহার করত তবে বর্তমান পাঞ্জাবির থেকে তাদের পাঞ্জাবি ছিল আরো বেশি ঢিলেঢালা।
এই কোর্ট তাই যখন নারীরা পরিধান করে তখন সেটাকে আমরা কুর্তি (Kurti for Women) বলে জানি। নারীদের এই কুর্তি ব্যবহার প্রায় ১৬০০ দশক থেকে। আজ পর্যন্ত সেই নামে আমরা চিনে থাকি।

আবার কুর্তা ব্যবহার করত জম্মু-কাশ্মীরের লোকেরা যা ঐতিহ্যগতভাবে গোড়ালি পর্যন্ত তৈরি করা হতো।
ঐতিহ্যবাহীর পাঞ্জাবি বা কুর্তা গুলোর কোন কলার থাকে না। এবং তাদের সামনে বোতাম খোলা থাকে। বর্তমানের কুর্তা অনেক পরিবর্তন হয়েছে।
এখন নেহেরু কলার এর মত স্ট্যান্ড আপ কলার দেখা যায়। গ্রীষ্মকালে এখন প্রচুর হালকা সুতির কুর্তা দেখা যায়। আবার যখন শীতকাল থাকে পুরুষরা তখন উল, সিল্ক প্রভৃতি ভারী কাপড়ের কুর্তা বা পাঞ্জাবি পরে। আর পাঞ্জাবি বা কুরতার বোতাম থাকে কিন্তু বিভিন্ন ধরনের কোথাও কাঠের কোথাও প্লাস্টিকের। কোন সন্দেহ নেই যে এই পাঞ্জাবি বা কুর্তা একটা মার্জিত পোশাক যা ভীষণ ফ্যাশনের বাইরে কোনদিনও যাবে না।

বিভিন্ন ধরনের পাঞ্জাবি বা কুর্তা (Panjabi Design)

বিভিন্ন বিবাহর অনুষ্ঠানে কালিদরের মতো কিছু কুর্তা পরা হয়। এছাড়া এমব্রয়ডারির কুর্তা উত্তর প্রদেশের রাজ্যে প্রচুর দেখা যায়।
তবে এখন এমব্রয়ডারি করা চিকন কুর্তা এতটাই জনপ্রিয় দিয়ে বিদেশেও প্রচুর বিক্রি হয়ে থাকে। লখনৌ এর মতো এলাকায় প্রচুর গরমের কারণে নিয়মিত পরিধানের একটি পোশাক এই চিকন কুর্তাগুলি।
হায়দ্রাবাদ রাজ্যের নাম অনুযায়ী হায়দ্রাবাদি কুর্তা একটি বহুল পরিচিত ঐতিহ্যবাহী কুর্তা। আগে এই পাঞ্জাবিগুলি সাদা রংয়ের তৈরি করা হতো(White Kurta for Men)। তবে এখন প্রচুর রঙিন কাপড়ও ব্যাপকভাবে ব্যবহার করা হয়। বেশিরভাগ পারিবারিক অনুষ্ঠানে এগুলি পরা হয়ে থাকে।
মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপালের ভূপালী কুর্তা, প্রচুর ঢিলেঢালা এবং কোমরে দড়ি বাধা এই ধরনের কুর্তা সাথে পায়জামা (Panjabi Pajama) প্রচুর পরিমাণে পরা হয়।

পাঞ্জাবের মুক্ত সারের মুক্তসারী কুর্তা (Manyavar Kurta) এগুলি স্টেটকাট পাঞ্জাবি । এগুলোকে অনেকে পাঞ্জাবি কুর্তা বলে।
বিভিন্ন কারুকার্য খচিত চকচকে রঙের শেরওয়ানি পাঞ্জাবি গুলো পবিত্র বিবাহ ও বিশেষ অনুষ্ঠানে পরা হয়।
এই পাঞ্জাবিগুলি বিভিন্ন চুরিদার পায়জামা এবং আরো অন্যান্য রকম পাঞ্জাবি পায়জামার (Panjabi Pajama) সাথে পরা হয়।
এছাড়া রয়েছে পাঠানী কুর্তা যেগুলো পাঞ্জাবে নিয়মিত পরা হয়। এছাড়াও রয়েছে মুলতানি কুর্তা (Multani kurta) বা পাঞ্জাবি।
তবে সব থেকে জনপ্রিয় কুর্তা হল বাঙালি পাঞ্জাবি কুর্তা যেটা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের মানুষজনেরা দারুন ভাবে তৈরি করেন এবং পরিধান করেন।

বর্তমানে এই ধরনের পাঞ্জাবি গুলো বিভিন্ন পায়জামা অথবা জিন্সের সাথে পুরুষরা পরে থাকে। এছাড়াও রয়েছে বিভিন্ন টেক্সটাইলের সিনতারিলী কুর্তা আরও অনেক কিছু যেগুলো রাজস্থান হয়ে গুজরাট প্রভৃতি জায়গায় মানুষজনেরা পরে।
খাদির কুর্তা (Khadi Kurta for Men) ভারতবর্ষের বাইরেও প্রচুর বিদেশেও জনপ্রিয়। এগুলি মূলত হাতে বোনা কাপড় দিয়ে তৈরি করা হয়। এগুলো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সময় স্বদেশী আন্দোলনের সময় থেকে চলে আসছে।
অন্যদিকে মহিলারাও কিছু কুর্তা কে (kurta for women) নিজেদের মতো করে বানিয়ে নিয়েছেন। এগুলি ঠিক এমনটা যেন সামনের দিকটা কিছুটা ছোট এবং পিছনের দিকে কিছুটা লম্বা। বর্তমানে এই এগুলি লেগিংস (Legins) বা বিভিন্ন রকম প্যান্টের সঙ্গে এমনকি চুরিদারের কিছু প্যান্টের সাথেও দারুন আরামের সঙ্গে পরা যায়।
বর্তমানের জ্যাকেট কুর্তার খুব জনপ্রিয়তা বেড়েছে। যেটা যে কাউকে একটা দারুন চেহারা প্রদান করে।

অনেক আগের সময় থেকেই এই পাঞ্জাবী প্রচুর জনপ্রিয়। মানুষরা এই কুর্তা বা পাঞ্জাবী (Panjabi for Men)পরে থাকে। বর্তমান সময়েও প্রচুর জনপ্রিয় মানুষদেরকেই এই কুর্তা বা পাঞ্জাবি পড়তে দেখতে পাওয়া যায়। বিভিন্ন শুভ অনুষ্ঠানে বা কোন সামাজিক সমাবেশে প্রচুর রাজনীতিবিদরা এবং জনপ্রিয় তারকাদের কেউ এই পাঞ্জাবীতে সেজে উঠতে দেখা গেছে। বর্তমানেও দেখা যায়। বিশেষ করে বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী সাহেবের মোদি কোট (Black Kurta Pajama with jacket) খুবই জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও প্রচুর খেলোয়াড় যেমন বিরাট কোহলির মতো জনপ্রিয় খেলোয়াড়রাও এই পাঞ্জাবির (Virat Kohli black kurta) সাজে সেজে ওঠে।

[ আরো পড়ুন : শাড়িতেই নারী | Saree for Women ]

পাঞ্জাবি একটা এমনই ঐতিহ্যবাহী পোশাক যেটাতে পুরুষদেরকে সম্পূর্ণ লাগে। ভারতবর্ষের নারীরা যেমন শাড়িতে সমৃদ্ধ ঠিক তেমনি পুরুষরাও পাঞ্জাবিতে (Panjabi for Men, Panjabi Design) সমৃদ্ধ। বিভিন্ন সাহেবি পোশাক-আশাকের মধ্যেও পাঞ্জাবি কিন্তু তার চির ঐতিহ্য ধরে রেখেছে। বর্তমান সময়ে নতুন থেকে নতুনতর বিভিন্ন ধরনের পাঞ্জাবি ভারতবর্ষের প্রতিটি ঘরের ছেলেদের কাছে এক গুরুত্বপূর্ণ পোশাক। এখনো পর্যন্ত ভারতবর্ষের বেশিরভাগ পুরুষ মানুষদের প্রথম পছন্দের লিস্টে এই পাঞ্জাবী থাকে।
তাই আমাদের একান্ত কাম্য এই ঐতিহ্যবাহী পোশাকটিকে তার ঐতিহ্যের শীর্ষে সারা জীবন ধরে রাখা এবং আমাদের পরবর্তী প্রজন্মকেউ এই পাঞ্জাবির গুরুত্ব এবং সমৃদ্ধতা বুঝিয়ে দিয়ে যাওয়া।

1 thought on “পুরুষের প্রথম পছন্দ পাঞ্জাবি : Panjabi for Men, Panjabi Design”

Leave a Comment