নিত্য পাঠ ও জপের মন্ত্র
মন্ত্র হল যাকে ধরে আমাদের চেতনা ও চৈতন্য উত্তীর্ণ হয়। মন থেকে ত্রাণ পাওয়া যায় তাই হলো মন্ত্র। ভগবানের কাছে পৌঁছনোর একটাই মাত্র মাধ্যম-সে হলো মন্ত্র। মন্ত্র ও তন্ত্রের সাহায্য নিয়ে যে বস্তু বা এগিয়ে চলার পথকে সুগম করার জন্য যে রক্ষক তৈরি করা তাই হল যন্ত্রম বা কবচ। প্রকৃত নিয়ম-নিষ্ঠা মেনে, তিথি-নক্ষত্র, শুভযোগ, শুভক্ষণ দেখে পঞ্চমুন্ডি আসনে বসে যন্ত্রম কবচ তৈরি হয়। যেমন-শত্রুনাশের জন্য বগমামুখী কবচ, বিদ্যার জন্য মহানীল সরস্বতী কবচ, বন্ধ্যাত্ব কাটাতে শ্রীগোপাল ও নৃসিংহ কবচ অসাধারণ ফল দান করে। স্নান সেরে ব্যস্ততম জীবনে সামান্য একটু সময় বের করে যদি কিছু মন্ত্র জপ করা যায় অসাধারণ ফল পাওয়া যায়। সমস্যাবহুল জীবনের পথকে সুগম করতে, চেতনা ও চৈতন্যর উন্নতি ঘটাতে মন্ত্রপাঠের ভূমিকা অপরিহার্য।