Aries Horoscope, মেষ রাশির ভবিষ্যৎ বাণী 2023: এই বছর গ্রহগণ আপনার অনুকূলে থাকার কারণে যথেষ্ট ভালো ভাবে কাটবে। আর্থিক ব্যাপার এবং পারিবারিক বিষয়গুলি বছর যত এগোবে তত আপনার নিয়ন্ত্রণে আসবে। বৃহস্পতি আপনাকে যথেষ্ট অর্থ দান করবে। স্বাস্থ্য মোটামুটি যাবে। শুক্র প্রেমের সম্পর্কের জন্য আনন্দ এবং সুখ নিয়ে আসবে। নতুন সামাজিক যোগাযোগ তৈরি করতে সক্ষম হবেন। শনির প্রভাবে পেশাদাররা তাদের কর্মজীবনে উন্নতি করবেন । শনি ও মঙ্গল পরিবারের সম্প্রীতিতে হস্তক্ষেপ করবে। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা তাদের শিক্ষাক্ষেত্রে উন্নতি করবে।
মেষ রাশির ভবিষ্যৎ বাণী 2023 (Aries Horoscope)
Contents
প্রেম সম্পর্ক:
জীবন সঙ্গীর সাথে সম্পর্কের রসায়নের উন্নতি হবে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। বছরের দ্বিতীয় অর্ধে নিজের আবেগকে লাগাম পরাতে হবে, নয়ত সমস্যার সৃষ্টি করতে পারে। নভেম্বর ডিসেম্বর মাসে নতুন কোনো প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যারা পুরনো প্রেম সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে চান, তাদের জন্যও বছরটি শুভ।
পারিবারিক সম্পর্ক:
মে মাস পর্যন্ত পেশাগত ব্যস্ততার কারণে আপনি পরিবারকে খুব কম সময় দিতে পারবেন। তারপরে পারিবারিক সম্পর্কের উন্নতি হবে, ফলে আপনি শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবেন। বৃহস্পতি আপনার পারিবারিক বিষয়ে শুভফল নিয়ে আসবে । পরিবারে নতুন কোনো সদস্যের আগমনের সম্ভাবনাও রয়েছে। যা সংসারের সুখের মাত্রাকে আরো বাড়িয়ে তুলবে।
শিক্ষা:
তবে বছরের শুরুটা সন্তানদের উন্নতির জন্য অনুকূল নয়। এপ্রিলের পর পরিস্থিতির উন্নতি হবে। তখন ছেলেমেয়েরা লেখাপড়া ও কাজকর্মে উন্নতি করবে। তারা কঠোর পরিশ্রম করতে পিছপা হবে না, ফলে ভালো ফল অবশ্যই লাভ করবে।
ক্যারিয়ার:
বৃহস্পতির কারণে মে মাস পর্যন্ত পেশাজীবীদের কর্মজীবনে তেমন উন্নতি দেখা দেবে না। ব্যবসায়ীদের জন্যও সময়টা অনুকূল নয়। এই সময় নতুন কোনো ব্যবসা শুরু না করাই ভালো । মে মাসের পরে সময়ের ব্যাপক পরিবর্তন হবে । পরিবেশ ও পরিস্থিতি তখন আপনার অনুকূলে আসবে। সহকর্মীদের থেকে সব রকম সহযোগিতা পাবেন। নতুন প্রকল্পে যোগ দিতে পারেন বা নিজে শুরু করতে পারেন। ব্যবসা লাভের মুখ দেখবে। অংশীদারী ব্যবসাতেও চমৎকার আর্থিক লাভ হবে। শনির সাহায্যে অর্থনৈতিক উন্নতি হবে। বেকার যুবক-যুবতীদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শিক্ষা:
এপ্রিল মাসের পরে বৃহস্পতি ও শনির প্রভাবে শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো উন্নতি করবে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তারা এই সময় নামী কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার
সুযোগ পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
অর্থ:
বৃহস্পতি ও শনি নিশ্চিত করবে এই বছরটা আপনি যাতে আর্থিক দিক দিয়ে যথেষ্ট লাভবান হতে পারেন। ব্যবসায়ে মুনাফা বাড়বে। সারা বছর ব্যবসায়ের মূলধনের অভাব হবে না। রিয়াল এস্টেটের ব্যবসায়ীরা ভালো উন্নতি করবেন। উত্তরাধিকারসূত্রে ভালো অর্থ পেতে পারেন।
স্বাস্থ্য:
বছরের শুরুটা স্বাস্থ্য তেমন ভালো যাবে না। ছোটোখাটো সমস্যা লেগেই থাকবে। কারণ বৃহস্পতির অবস্থান আপনার স্বাস্থ্যের জন্য অনুকূল নয়। কোনো পুরনো রোগ নতুন করে সমস্যার সৃষ্টি করতে পারে। এপ্রিলের পরে স্বাস্থ্যের উন্নতি হবে। মানসিক শান্তিও ফিরে আসবে। সুষম আহার এবং নিয়মিত এক্সারসাইজের পরামর্শ দেওয়া হচ্ছে।
ভ্রমণ:
এই বছর ভ্রমণের অনেক সুযোগ পাবেন। বৃহস্পতি। আপনাকে প্রচুর ভ্রমণ এমনকি বিদেশ ভ্রমণের সুযোগ এনে দেবে। বিদেশে বসবাসকারীরা নিজের দেশে ভ্রমণের সুযোগ পাবেন। তবে ভ্রমণের সময় গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন কারণ চন্দ্র তেমন সহায়ক থাকবে না।
এই বছর যেদিন আপনার জন্মদিন—নতুন কোনো উদ্যোগ শুরু করতে পারেন। যে কোনো রকম বিতর্ক এড়িয়ে চলুন।
মেষ রাশির ভবিষ্যৎ বাণী 2023
প্রতিকারঃ
- মঙ্গলবার বাঁদরদের গুড় এবং ছোলা খাওয়ান।
- হনুমান চালিশা পাঠ করুন ।
- ভগবান হনুমানকে লাল বস্ত্র অর্পণ করুন ।
- ভগবান হনুমানকে সিঁদুর চড়ান।