Shiva Pranam Mantra: অনেকে বলেন শিব হচ্ছেন সৃষ্টির দেবতা। আবার অনেকে বলেন ইনি হচ্ছেন ধ্বংসের দেবতা। মঙ্গলের জন্যই তিনি নাকি ধ্বংস করেন। তিনি ঈশ্বরের ত্রিমূর্তির একজন। আবার অনেকে মনে করেন ইনি দেবাদিদেব , একইভাবে অনেকে বলেন ইনি মহারুদ্র। আবার অনেকে বলেন ইনার স্বরূপ নাকি ভয়ংকর করাল। আবার কেউ কেউ বলেন ইনি পরম সুন্দর, মঙ্গল স্বরূপ।
আজকের প্রতিবেদনে আমরা শিবের ধ্যান ও মন্ত্র এবং শিব প্রণাম মন্ত্র সহ প্রার্থনা পদ্ধতি দেখে নেব। একটি ফুল নিয়ে (সম্ভব হলে কূর্মমুদ্রায় ফুলটি নেবেন) শিবের ধ্যান করবেন। শিবের সাধারণ ধ্যানমন্ত্র ও বাণেশ্বর ধ্যানমন্ত্র দুটি নিচে দেওয়া হল –
Shiva Pranam Mantra: শিব প্রণাম মন্ত্র
শিব মন্ত্র জপ করুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন।
শিবের ধ্যান ও মন্ত্র :
ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতসং
রত্নাকল্লোজ্বলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নম ।
পদ্মাসীনং সমস্তাৎ স্ততমমরগণৈ—ব্যাঘ্রকৃত্তিং বসানং,
বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চাবক্তং ত্রিনেত্রম॥
মন্ত্ৰ : ওঁ নমঃ শিবায় ॥
Mantra to Pour Water on Shiva’s Head: শিবের মাথায় জল ঢালার মন্ত্র, শিবরাত্রি ব্রত ও পূজার মন্ত্র – এইখানে ক্লিক করুন
শিব প্রণাম মন্ত্র:
ওঁ নমস্তভ্যঃ বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুসে নমঃ ।
পিণাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ ॥
নমত্রিশূলহস্তায় দন্ড পাশাংসিপাণয়ে ।
নমঃ স্ত্ৰৈলোক্যনাথায় ভূতানাং পতয়ে নমঃ ॥
ওঁ বানেশ্বরায় নরকার্ণবতারনায়, জ্ঞানপ্রদায় করুণাময়সাগরায় ।
কর্পূরকুন্ডবলেন্দুজটাধরায়, দারিদ্রদুঃখদহনায় নমঃ শিবায় ॥
ওঁ নমঃ শিবায় শান্তায় কারণত্রয়হেতবে।
নিবেদয়ানি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর ॥
(শিব প্রণামের ৮ লাইন-এর মন্ত্র বলতে অসুবিধা হলে শেষ দুটি লাইন বললেও হবে।)