Sleeveless Kurti for Women, Office Wear Kurti: স্মার্ট এবং স্টাইলিশ কুর্তি

Sleeveless Kurti for Women : পোশাক পরতে তখনই ভালো লাগে যখন সেটি যেমন সৌন্দর্যতার দিক থেকেও ঠিকঠাক থাকে, ঠিক তেমনি পরে যেন আমাদের কোনো রকম কষ্ট না হয়, যেন আরামদায়ক হয়। বিশেষ করে ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে মানুষেরা সব সময় একটু ঢিলেঢালা পোশাক পরতে ভালোবাসে। আর অবশ্যই সেটা যেন দেখতে সুন্দর হয় এবং আরামদায়ক হয়। পুরুষরা এই আরামদায়ক পোশাকের মধ্যে প্রথম স্থানে যেমন পাঞ্জাবি বা কুর্তা (Panjabi for Men) কে রেখেছে ঠিক তেমনি মহিলারাও কুর্তি (Short Kurta for Women)পরিধান করে প্রচুর আরাম বোধ করে।

বর্তমানে মহিলাদের ঢিলেঢালা পোশাকের মধ্যে সর্বপ্রথম পছন্দ এই কুর্তি। যা সারা ভারত জুড়ে মহিলারা খুব সাধারনভাবেই এই পোশাকটি (Palazzo Kurti Set)পরিধান করে থাকে। এটি একটি ওয়ান-পিস কাপড় (Short Kurta for women), যার সাথে বিভিন্ন ধরনের চুরিদার প্যান্ট, প্লাজো (Palazzo Kurti Set) প্রভৃতি পরা যেতে পারে। তবে এখন বর্তমানে প্রচুর কম বয়সি মহিলারা জিন্সের (Jeans Top) সাথে এই পোশাকটি পরতে আরম্ভ করেছেন। যাতে করে তাদেরকে প্রচুর স্মার্ট এবং সুন্দর দেখতে লাগে।
আজকাল এই সমস্ত কুর্তি গুলো ভারতবর্ষের সবথেকে সাধারণ মানুষ যারা, তাদের কাছেও প্রবল ভাবে গুরুত্বপূর্ণ একটি পোশাক। কারণ এগুলি অনেক সহজলভ্য এবং সুন্দর।

পার্টি ওয়্যার কুর্তি (Party Wear Kurti)

এছাড়াও বিভিন্ন রকমের কুর্তিতে জমকালো ধরনের কারুকার্য এমব্রয়ডারি (Modern Sleeveless Kurti Design) প্রভৃতির কাজ থাকে। এই সমস্ত জমকালো এবং জাঁকজমকপূর্ণ কুর্তি গুলো (Party Wear Kurti) বিভিন্ন পার্টিতে বিবাহ অনুষ্ঠানে মেয়েরা পরে থাকে।
পার্টিতে এখন সব থেকে গুরুত্বপূর্ণ কিছু কুর্তির মধ্যে কালো কুর্তি (black kurta for women), হলুদ কুর্তি (yellow kurta for women), লাল্ কুর্তি (red kurti for women) -এগুলো প্রবল ভাবে জনপ্রিয়।
এই ধরনের কুর্তি গুলো মহিলাদেরকে একটা স্মার্ট লুক দেয়। বিভিন্ন অনুষ্ঠানের পারিবারিক জমায়েতে এই পার্টি ওয়্যার কুর্তি গুলো (Party Wear Kurti) প্রচুর প্রশংসা পেয়ে থাকে। এখন বেশিরভাগ মহিলারাই বিভিন্ন অনুষ্ঠানে এই জমকালো পার্টি ওয়্যার কুর্তি গুলো (Party Wear Kurti) পরে থাকে।
তার সাথে নিজেদেরকে ট্রাডিশনাল লুক দিতে কুর্তির সঙ্গে দোপাট্টা, প্লাজো (palazzo kurti set) প্রভৃতি পরে থাকে।

[ আরো পড়ুন : পুরুষের প্রথম পছন্দ পাঞ্জাবি : Panjabi for Men, Panjabi Design ]

এর মাধ্যমে একটা পার্টি ওয়ার কুর্তি সেট (Party Wear Kurti set) তৈরি হয়ে যায়।
এছাড়াও বিভিন্ন ডিজাইনের পার্টি ওয়ার কুর্তি (Party Wear Kurti) এখন প্রচুর পরিমাণে জনপ্রিয়।
এখন তো আবার বিভিন্ন থ্রি-পিস, প্লাজো সেট (palazzo kurti set), রেডিমেড হিসেবে প্রচুর দোকানে বিক্রি হয়।
বেশিরভাগ বিবাহিত মহিলারা এখন এই প্লাজো কুর্তি সেট (palazzo kurti set) গুলি প্রচুর পরিমাণে পছন্দ করছেন।

Sleeveless Kurti for Women

এখন আধুনিকতার জন্য ছোটো কুর্তাকে আমরা মহিলারা কুর্তি বলে উল্লেখ করে থাকি। আর এই ছোট কুর্তা গুলির মধ্যে স্লিভলেস কুর্তা (Sleeveless Kurti for Women) এখন খুবই জনপ্রিয়। বিশেষ করে গ্রীষ্মকালে মহিলাদের প্রথম পছন্দ এই স্লিপলেস শর্ট কুর্তা গুলি। এগুলি যেমন নিজেদেরকে আরাম দেয় ঠিক তেমনি জিন্সের সাথে এই ছোট ছোট কুর্তা (short kurta for women) গুলি পড়লে খুবই স্মার্ট লাগে। এই স্লিভলেস কুর্তাগুলির মধ্যে হলুদ কালো রঙের কুর্তি গুলি (yellow kurta for women) এখন মহিলাদের খুবই পছন্দের তালিকায় রয়েছে।
এছাড়া গ্রীষ্মের সময় সাদা স্লিভলেস শর্ট কুর্তি (white kurti for women) মহিলাদের খুবই পছন্দ হয়।
যেহেতু এগুলি খুবই কম দামের ও সুন্দর মানের পাওয়া যায় তাই মহিলাদের ওয়ারড্রবে এই কুর্তি গুলির পরিমাণ খুবই বেশি।

কুর্তির ইতিহাস

গবেষণায় দেখা গেছে যে কুর্তি দশম শতাব্দীতে ভারতের মহিলাদের গাছে খুবই জনপ্রিয় ছিল। তারি-মধ্যে ভারতে মুঘলদের আগমন এবং তাদের পথ অনুসরণ করে প্রচুর সূক্ষ্ম কারুকার্যের মাধ্যমে কুর্তিকে খুব উচ্চমানের করে বানানো শুরু করা হয়। প্রথমে কুর্তি শুধু সুতির কাপড় দিয়েই বানানো হতো। তারপরে সেটাকে আরো উন্নত মানের করার জন্য বিভিন্ন বিশেষজ্ঞদের পরামর্শে সিল্ক, খাদি (khadi kurti) প্রভৃতি কাপড়ের তৈরি শুরু হয়। এখন বাজারে প্রচুর ধরনের কুর্তি পাওয়া যায়।

যেমন ট্রেডিশনাল কুর্তি, প্রিন্টেড কুর্তি, খাদির কুর্তি, শর্ট কুর্তি (short kurta for women), ডিজাইনার কুর্তি, সুতির কুর্তি (cotton kurti pant set) with dupatta, লং কুর্তি (long kurti design) , লেনিন কুর্তি বিভিন্ন ধরনের কুর্তি পাওয়া যায়। যেগুলি সাধারণ মানুষের কাছে অনেক সহজলভ্য এবং সব রকমেরই হয়ে থাকে। এই কুর্তি গুলি একটি এমনই পোশাক যাতে করে প্রত্যেকটি সাধারণ মেয়েও এটি পরতে পারে, সেই ভেবে তৈরি করা হয়।

[ আরো পড়ুন : শাড়িতেই নারী : Saree for Women ]

এখনকার মহিলারা সবাই ফ্যাশনের দিক থেকে খুবই সচেতন। তাই অনেকেরই মাথাব্যথা রয়েছে ফ্যাশন সেন্স নিয়ে। প্রত্যেকটি মহিলার ফ্যাশন সেন্স বিভিন্ন রকমের। তাই অনেকেই এখন পছন্দ করে ইন্দো ওয়েস্টার্ন কুর্তি গুলিকে। যেই করতে গুলিতে ভারতবর্ষের কিছুটা সংস্পর্শ রয়েছে এবং আবার ওয়েস্টার্ন (western kurti design) কিছুটা রয়েছে। যেগুলি বিভিন্ন ধরনের পিন্ট এবং কারুকার্য কে হাইলাইট করে থাকে। আপনি চাইলেই বিভিন্ন জর্জেট, সিল্ক, শিফন, সুতি, বিভিন্ন রকমের কুর্তি খুঁজে পেতে পারেন নিজের চাহিদা অনুযায়ী। যেগুলি প্রত্যেকটি মহিলাকে সুন্দর এবং স্মার্ট করে তুলবে।

কর্মক্ষেত্রে কুর্তির চাহিদা (office wear kurti)

আবার যে মহিলারা শুধুমাত্র ঘরের কাজ নয় বাইরের কাজও সমান তালে সামলে চলে এবং নিজেদেরকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে উদ্যত তাদেরও এই কুর্তিগুলি খুবই পছন্দের একটি পোশাক। তবে সেক্ষেত্রে একটু সুতির কুর্তির (cotton kurti set) চাহিদা বেশি। এতে করে মহিলারা তাদের অফিসে দীর্ঘ সময় ধরে এই অফিসার কুর্তি গুলি (office wear kurti)পরে থাকতে পারবে। তাতে তাদের কোন সমস্যার সম্মুখীন হতে হয় না সাধারণত। কারণ এই কুর্তি গুলি খুবই আরামদায়ক। সেক্ষেত্রেও এই ইন্দো-ওয়েস্টার্ন কিছু কুর্তি মহিলাদেরকে দারুন ভাবে সুন্দর দেখাতে সাহায্য করে।

সুতির কুর্তি গুলি (cotton kurti set) অনেক সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যে আরাম ও স্মার্ট উভয়ের জন্য সাহায্য করে।

পাঞ্জাবি কুর্তা (panjabi kurta)

ভারতবর্ষের পাঞ্জাবে সুতীর কিছু ছোট কুর্তি পাওয়া যায় (Sleeveless Kurti for Women)। যেগুলো কোটের মত দেখতে, সামনে বোতাম দেওয়া। এগুলোকে সাধারণত পাঞ্জাবি কুর্তি বলা হয় (panjabi kurti)। পাঞ্জাবের পুরুষরাও এই ধরনের কুর্তা পরে থাকে যেগুলোকে পাঞ্জাবি কুর্তা (panjabi kurta) বলা হয়। এই কুর্তি গুলো স্লিভলেস অথবা সম্পূর্ণ হাতার মধ্যে হতে পারে।
এছাড়াও বিহার, উত্তর প্রদেশ, গুজরাট, রাজস্থান, সিন্ধু প্রভৃতি অঞ্চলে বিভিন্ন রকমের কুর্তি পাওয়া যায়। যেগুলোকে অঞ্চলের নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে। যে কুর্তি গুলো প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে আরামদায়ক এবং সহজলভ্য ।

ভারতীয় মহিলারা যেহেতু নিজেদেরকে ঘরে-বাইরে সমান তালে এগিয়ে নিয়ে চলেছে, তাই তাদের কাছে কিছু সাধারণ পোশাকও অনেক দামি । কারণ তাদেরকে এই পোশাকগুলি কয়েক দিন ধরেই পরতে হয়। সেটা প্রায় এক বছর হতে পারে, দু’বছর হতে পারে। কারণ ভারতের বেশিরভাগ সাধারণ মানুষরা উচ্চবিত্ত ফ্যামিলি থেকে আসে না। মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই আসে।

তাই তাদেরকে সবকিছুই সামলে চলতে হয় এবং সেই জন্য এই সমস্ত কুর্তি গুলি তাদের কাছে খুবই পছন্দের একটি জনপ্রিয় পোশাক। যেটা তারা নিজেদের সাধ্যমত সুন্দরভাবে পরিধান করে থাকে। অবশ্যই প্রতিটি পোশাকই প্রত্যেকটি মহিলার কাছে তাদের নিজ নিজ রুচিসম্মত হওয়া উচিত, সেক্ষেত্রে এই কুর্তিটি একদমই প্রথম স্থানে।
আর এখন অনলাইন প্লাটফর্মে প্রচুর মানুষ এই কুর্তি ব্যবসা করে থাকছে খুবই কম প্রাইসের মধ্যে।
সুন্দর এই পোশাকটি তার সৌন্দর্যতা আরো বাড়িয়ে তুলুক এই কামনাই করি।

Leave a Comment