Bangla Rashifal 2023: বার্ষিক রাশিফল ১৪৩০ প্রতিকার সহ

Bangla Rashifal 2023: এখন শুরু হয়ে গেছে, ১৪৩০ বঙ্গাব্দ। নতুন এই বছর কার কেমন যাবে সেটা জানতে অনেক মানুষের মনেই আগ্রহ তৈরি হয়ে গেছে। তাই ১২টি রাশির ক্ষেত্রে এই বাংলা বছর কেমন যাবে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তবে অবশ্যই মনে রাখবেন এই হিসাব কিন্তু সবসময়ই একটা গড় চিত্র মাত্র। হুবহু যে এই ফলাফল মিলে যাবে তা জোর গলায় কেউ বলতে পারেন না। কারণ আপনার ভাগ্য এবং তার সাথে আপনার চেষ্টা এই দুইয়ের মিলিত হিসাবেই ভাগ্যফল নির্ধারণ হয়ে থাকে। তাছাড়া কোন ব্যক্তি কোন বিশেষ লগ্নে জন্মগ্রহণ করেছেন, কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন কোন কোন প্রভাব সেই ব্যক্তির উপর পড়ছে সবকিছু প্রত্যেক মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা প্রভাব ফেলে। এখন এই ১২টি রাশির ক্ষেত্রে আগামী বছর কেমন যাবে তা জেনে নেওয়া যাক।

মেষ রাশি (Bangla Rashifal 2023) :

আপনার রাশ্যাধিপতি মঙ্গল। বর্তমান বৎসরে আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে। চাকুরী প্রার্থীদের সমস্যা থাকবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে দুঃখভোগ হতে পারে। দাম্পত্য জীবনে সংযম বাঞ্ছনীয়। চাহিদা অনুযায়ী যোগানের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। উত্তেজক পানীয় সেবন এবং মানসিক উত্তেজনা বৃদ্ধি, সমস্যার মূল চাবিকাঠি হয়ে উঠতে পারে। ঘনিষ্ট আত্মীয়ের শারীরিক অসুস্থতা বৃদ্ধির সম্ভাবনা থাকবে। মস্তকে আঘাত, রক্তপাত ও জ্বরাদির সম্ভাবনা।

প্রতিকার—

শুভরত্নপ্রবাল।
শুভধাতুতামা।
শুভবর্ণলাল।
শুভদিকপূর্বদিক।
শুভবাররবি ও মঙ্গলবার।
শুভসংখ্যা৯।
মিত্ররাশিসিংহ, তুলা ও ধনুরাশি।
শত্রুরাশিমিথুন ও কন্যারাশি।
লটারী কেনার শুভ তারিখপ্রতি ইংরাজী মাসের ৪, ৯, ১৩, ১৮, ২২ ও ২৭।
শুভমূলঅনন্তমূল।

[Aries Daily Horoscope: মেষ রাশির আজকের রাশিফল]

বৃষ রাশি (Bangla Rashifal 2023):

আপনার রাশ্যাধিপতি শুক্র। বর্তমান বৎসরে আপনার আর্থিকভাব ভালো। তবে, আশা-আকাঙ্খা পুরণ সেই মতো হবে না। সম্ভাব্য ক্ষেত্রে আর্থিক উন্নতি, প্রমোশনের আশা থাকলেও চাকুরী ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। সুভাকাঙ্খীর সহযোগিতা ও নিজস্ব প্রচেষ্টায় ব্যবসাক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা। শৌখিন আসবাব, অলঙ্কার, রত্ন ইত্যাদির ব্যবসায় সজাগ থাকা উচিত। নিকটজনের বিরোধী মনোভাব প্রবল চাপের সম্মুখীন করে তুলবে। শিক্ষাক্ষেত্রে ভালো ফলের আশা। ঠাণ্ডা লাগা থেকে সংযত থাকা উচিত, নচেৎ গলা, ঘাড় সংক্রান্ত রোগে ভুগতে হতে পারে।

প্রতিকার—

শুভরত্নহীরা।
শুভমূলরামবাসকমূল
শুভবর্ণসাদা।
শুভদিকদক্ষিণদিক।
শুভবার—শুক্র ও শনিবার।
শুভসংখ্যা৯।
মিত্ররাশি—মকর ও কুম্ভরাশি।
শত্রুরাশিধনু, সিংহ ও মীনরাশি।
লটারী কেনার শুভ তারিখতি ইংরাজী মাসের ৪, ৯, ১৩, ১৮, ২২, ২৭ ও ৩১।
শুভধাতুপ্ল্যাটিনাম

মিথুন রাশি (Bangla Rashifal 2023):

আপনার রাশ্যাধিপতি বুধ। রাশ্যাধিপতির প্রভাবে আপনি কর্মক্ষেত্রে সঠিকভাবে মনোনিবেশ না করার ফলে আর্থিক ভাবে মাঝে মধ্যেই অসুবিধায় পড়তে হবে। তবে, নিজের পরিশ্রম এবং বুদ্ধি দ্বারা আর্থিক সমস্যার সমাধান সম্ভব। পিতামাতার সহযোগিতা না পেলেও ভাইবোনের সঙ্গে সদ্ভাব বজায় থাকায় কিছু সুবিধা পাওয়া যাবে। সন্তানদের শিক্ষাক্ষেত্রে বিঘ্ন দেখা দেওয়ায় অহেতুক সমস্যা তৈরী করবে। শরীরের উপরের অংশে নার্ভের সমস্যা দেখা দিতে পারে।

প্রতিকার—

শুভরত্নপান্না।
শুভমূলবৃদ্ধদারকমূল
শুভধাতুসোনা
শুভবর্ণসবুজ
শুভদিক্‌পশ্চিমদিক
শুভবারবুধবার (মতান্তরে মঙ্গল ও শুক্রবার)।
শুভসংখ্যা
মিত্ররাশিমেষ, সিংহ, কন্যা, তুলা ও কুম্ভ।
শত্রুরাশিকর্কটরাশি
লটারী কেনার শুভ তারিখপ্রতি ইংরাজী মাসের ৪, ৫, ৮, ১৪, ১৭, ২৩ ও ২৬

কর্কট রাশি (Bangla Rashifal 2023):

আপনার রাশ্যাধিপতি চন্দ্র। রাশ্যাধিপতির প্রভাবে আপনি মাঝে মধ্যে ক্রোধী হয়ে পড়ায় সমস্যা দেখা দেবে। শিক্ষকতা, পানীয় ও জলজাত দ্রব্যের ব্যবসা শুভদায়ক হবে। অন্য ব্যবসায় সতর্কতা প্রয়োজন। প্রেম-প্রীতি সম্পর্কে সমস্যা দেখা দেবে। বিবাহেচ্ছদের বিবাহ এবং বিবাহিতদের সন্তান লাভের সম্ভাবনা। সংস্কৃতি মনস্কদের ক্ষেত্রে শুভফলের আশা। কোনো কারণে অর্থনৈতিক ক্ষতি দেখা দেবে। গ্যাসট্রিকে প্রবলেম ও মানসিক অবসাদ দেখা দিতে পারে।

প্রতিকার—

শুভরত্নমুক্ত
শুভমূলক্ষীরিকা, অনন্ত ও বামনহাটির মূল।
শুভধাতুসোনা, রূপা ও তামা।
শুভবর্ণসাদা ও ক্রীম।
শুভদিক্‌পূর্বদিক
শুভবারসোমবার
শুভসংখ্যা
মিত্ররাশিতুলা, বৃশ্চিক ও মীন।
শত্রুরাশিমেষ, মিথুন, সিংহ, ধনু, মকর ও কুম্ভরাশি।
লটারী কেনার শুভ তারিখপ্রতি ইংরাজী মাসের ২, ৭, ১১, ১৬, ২০, ২৫ ও ২১।

সিংহ রাশি (Bangla Rashifal 2023):

আপনার রাশ্যাধিপতি রবি। রাশ্যাধিপতির প্রভাবে আপনি নেতৃত্বদানের ক্ষেত্রে আশাবাদী। তবে, আত্মপ্রত্যয়শীলও বটে। বর্তমান বৎসরে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকাবে। ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তবে আত্মবিশ্বাস ও পরিশ্রমী মনোভাব দ্বারা আর্থিক উন্নতি ঘটাতে পারবেন। বহু মানুষের সঙ্গে যোগাযোগ থাকায় তাদের সহযোগিতো পাওয়া সম্ভব। সাময়িক অশান্তি কাটিয়ে উঠে দাম্পত্যজীবনে সুখের সন্ধান পাবেন। শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতা দেখা দিতে পারে। নিজের পেশায় ও চাকুরীক্ষেত্রে উন্নতি। শরীর খুব একটা ভালো যাবে না। মজ্জা ও হাড় সংক্রান্ত রোগের প্রকোপ বৃদ্ধি পাবে।

প্রতিকার—

শুভরত্নচুনী বা রক্তবর্ণ হীরা।
শুভমূলবিল্বমূল
শুভধাতুতামা
শুভবর্ণসাদা ও হলুদ।
শুভদিক্পূর্বদিক
শুভবাররবি ও বুধবার
শুভসংখ্যা
মিত্ররাশিমেষ, কন্যা ও ধনুরাশি।
শত্রুরাশিবৃষ, তুলা, মকর ও কুম্ভরাশি।
টারী কেনার শুভ তারিখতি ইংরাজী মাসের ২, ৭, ১১, ১৬, ২০, ২৫ ও ২৯।

কন্যা রাশি (Bangla Rashifal 2023):

আপনার রাশ্যাধিপতি বুধ। আপনি কর্মোদ্যোগী, প্রাণবন্ত, হিসাবী ও নিয়মনিষ্ট। বর্তমান বৎসরটি আপনার কাছে শুভাশুভ মিশ্র ফল নিয়ে আসবে। তবে, হঠাৎ কোনো ভাবে অপবাদ প্রাপ্তি, কিংবা দুর্ঘটনা প্রাপ্তি স্বাভাবিক। অপ্রয়োজনীয় এবং দুর ভ্রমণ এড়িয়ে চলুন। পুরাতন চাকুরীর ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও নতুন চাকুরী পাওয়ার সম্বাবনা থাকবে। আর্থিক ক্ষেত্রে উত্থান পতন থাকবে। হজমের গোলমাল, অন্ত্রজনিত রোগ দেখা দেবে।

প্রতিকার-

শুভরত্নপান্না
শুভমূলবৃদ্ধদারকমূল
শুভধাতুসোনা ও তামা।
শুভবর্ণসবুজ
শুভদিকদক্ষিণদিক
শুভবাররবি ও বুধবার
শুভসংখ্যা
মিত্ররাশিমেষ, মিথুন, সিংহ ও তুলারাশি।
শত্রুরাশিকর্কটরাশি
লটারী কেনার শুভ তারিখতি ইংরাজী মাসের ৫, ৮, ১৪, ১৭, ২৩, ২৬ ও ৩০।

তুলারাশি (Bangla Rashifal 2023):

আপনার রাশ্যাধিপতি শুক্র। আপনি ভদ্র, বিনয়ী, সৌজন্য প্রিয়। বর্তমান বৎসরে আর্থিক স্বাচ্ছন্দ্য থাকলেও ব্যয়বৃদ্ধিজনিত কারণে অসুবিধা দেখা দেবে। পিতা ও ভাইবোনের প্রতি দয়াশীল হলেও প্রতিদানে বিপরীত ফল পাওয়া অস্বাভাবিক নয়। দাম্পত্য সমস্যা চলবে, সন্তানদের বিষয়ে উদ্বেগ দেখা দেবে। ব্যবসার ক্ষেত্র প্রসারিত হলেও চাকুরীর প্রতি অন্তরের টান সমস্যা তৈরী করবে। কোমরের ব্যথা, কিডনির সমস্যা, যৌনরোগ দেখা দিতে পারে। সতর্কভাবে চলাফেরা করবেন, দুর্ঘটনার সম্ভাবনা আছে।

প্রতিকার—

শুভরত্ন— হীরা। শুভমূল—বিল্ব, অনন্ত ও বামনহাটিমূল। শুভধাতু-তামা ও রূপা। শুভবর্ণ—সাদা। শুভূদিক— পশ্চিমদিক। শুভবার—শুক্রবার। শুভসংখ্যা- ৬। মিত্ররাশি—মিথুন, কর্কট, ধনু ও কুত্তরাশি। শত্রুরাশি—সিংহরাশি। লটারী কেনার শুভ তারিখ—প্রতি ইংরাজী মাসের ১, ৬, ১০, ১৫, ১৯, ২৪ ও ২৮।

বৃশ্চিক রাশি (Bangla Rashifal 2023):

আপনার রাশ্যাধিপতি মঙ্গল। আপনি দৃঢ়সংকল্প, সফলতা না আসা পর্যন্ত চেষ্টা চালিয়ে যান, বাধা পেলে উদ্যম বৃদ্ধি হয়। বর্তমান বৎসরে উপার্জ্জন বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থ সঞ্চয়ের যোগ দেখা দেবে। ঘনিষ্টজনদের কাছ থেকেও আর্থিক সহযোগিতা পাবেন। তবে প্রতারিতও হতে পারেন। সাংসারিক সমস্যাবৃদ্ধি পাবে, চাকুরীক্ষেত্রে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হওয়া স্বাভাবিক। ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগে লাভ পাবেন। গুপ্তরোগ, দাঁত, গলার রোগ দেখা দিতে পারে। তবে, সত্ত্বর সুস্থ হয়ে উঠবেন।

প্রতিকার—

শুভরত্ন—প্রবাল। শুভমূল— অনন্ত, ক্ষীরিকা ও বৃদ্ধদারকমূল। শুভধাতু— সোনা। শুভবর্ণ—লাল। শুভদিক—উত্তরদিক। শুভবার—রবি ও মঙ্গলবার। শুভসংখ্যা—৯। মিত্ররাশি—কর্কট ও মীনরাশি। শত্রুরাশি—মেষ, সিংহ ও ধনুরাশি। লটারী কেনার শুভ তারিখ—প্রতি ইংরাজী মাসের ৪, ৯, ১৩, ১৮, ২২, ২৭

ধনুরাশি (Bangla Rashifal 2023):

আপনার রাশ্যাধিপতি দেবগুরু বৃহস্পতি। বর্তমান বৎসরে সাহসী, তেজী, দৃঢ়চেতা ও স্পষ্টবক্তা আপনার জীবনে আর্থিক সমস্যা সৃষ্টি করবে। গুরুজনদের প্রতি কর্তব্যবোধ ও দায়িত্ব জ্ঞান অটুট থাকায় স্নেহ ও সহযোগিতা লাভ করবেন। ভাইবোনেরা আপনাকে এড়িয়ে চলবে। দাম্পত্য জীবনে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মুক্ত হবেন। আপনার অধিপতিগ্রহ শুভভাবে অবস্থান করলে সামাজিক ও রাজনৈতিক জীবনে আপনি অবশ্যই নেতৃত্বলাভ করবেন। চাকুরীক্ষেত্রে ও ব্যবসায় উন্নতিতে কিছু সমস্যা থাকবে। উরুদেশ, লিভার সংক্রান্ত রোগে কষ্ট পাওয়া স্বাভাবিক।

প্রতিকার-

শুভরত্ন—পোখরাজ। শুভমূল—অনন্ত, ক্ষীরিকা, অশ্বগন্ধা ও বামনহাটিমূল। শুভধাতু—সোনা, তামা, ব্রোঞ্চ ও সীসা।শুভবর্ণ—সাদা, হলুদ ও নীল। শুভদিক—পূর্বদিক। শুভবার-বৃহস্পতিবার।শুভসংখ্যা—৩। মিত্ররাশি—মেষ ও সিংহরাশি।শত্রুরাশি—কৰ্কট, বৃশ্চিক ও মীনরাশি। লটারী কেনার শুভ তারিখ—প্রতি ইংরাজী মাসের ৩, ৮, ১২, ১৭, ২১২, ২৬ ও ৩১।

মকররাশি (Bangla Rashifal 2023):

আপনার রাশ্যাধিপতি গ্রহরাজ শনি। রাশ্যাধিপতির ইচ্ছায় দুঃখযন্ত্রণা মুক্ত সংগ্রামী জীবনে আপনি বাস্তববাদী, বিচক্ষণ, ধৈর্য্যশীল, ফলস্বরূপ প্রতিষ্ঠা অর্জন করতেও আপনি সক্ষম। পারিবারিক ক্ষেত্রে সম্পর্কগতভাবে কিছু সমস্যা তৈরি হবেই। কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তবে সব ব্যাপারেই সহনশীল হবেন। মাথা ঠান্ডা রেখে এগিয়ে চলার চেষ্টা করবেন, সমস্যা আয়ত্ত্বে চলে আসবে। বিষাদগ্রস্ততা, শরীরের নিম্নভাগে নার্ভের রোগ, হাড় ভাঙ্গার সমস্যা প্রবল। বর্তমান বৎসরে নতুন করে ব্যবসা শুরু করা উচিত নয়। সব সমস্যার সমাধান করতে না পারলেও বিশেষ কিছু সমস্যা সামলে উঠে চলার পথে এগিয়ে যাবেন।

প্রতিকার—

শুভরত্ন—নীলা। শুভমূল—ক্ষীরিকা, রামবাসক ও শ্বেতবেড়েলা মূল। শুভধাতু— লোহা ও সীসা। শুভবর্ণ—কালো ও নীল। শুভদিক্‌—পশ্চিমদিক। শুভবার—শুক্র ও শনিবার। শুভসংখ্যা—৮। মিত্ররাশি—কুম্ভরাশি। শত্রুরাশি—সিংহ। লটারী কেনার শুভ তারিখ—প্রতি ইংরাজী মাসের ৩, ৮, ১২, ১৬, ২১ ও ২৬।

কুম্ভরাশি (Bangla Rashifal 2023):

আপনার রাশ্যাধিপতি গ্রহরাজ শনিদেব। আপনি গবেষক এবং আধ্যাত্মিক চরিত্রের ব্যক্তিত্ব। বর্ত্তমান বৎসরে সমস্যা প্রবাহমান। ভাইবোনের অন্যায় আচরণের প্রতিবাদ করায় সমস্যা বৃদ্ধি পাবে। কোনো সন্তানের কৃতিত্বে যশঃ প্রাপ্তি ঘটবে। বাত, টনসিল, চামড়া, হার্টের রোগ দেখা দেবে। হঠাৎ পতনযোগে শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা।

প্রতিকার—

শুভরত্ন—নীলা। শুভমুল—ক্ষীরিকা, রামবাসক ও শ্বেতবেড়েলা। শুভধাতু – লোহা ও সীসা। শুভবর্ণ—কালো, নীল ও আকাশী। শুভদিক্ পশ্চিমদিক। শুভবার-শুক্র ও শনিবার। শুভসংখ্যা মিত্ররাশি—– বৃষ, মকর ও মীনরাশি। শত্রুরাশি-মেষ, কর্কটূ ও সিংহরাশি। লটারী কেনার শুভ তারিখ—প্রতি ইংরাজী মাসের ৩, ৮, ১২, ১৭, ২১, ২৬ ও ৩০।

মীনরাশি (Bangla Rashifal 2023):

আপনার রাশ্যাধিপতি দেবগুরু বৃহস্পতি! কল্পনা প্রবণ, রোমান্টিক, জাতক জাতিকার কর্ম্মোন্নতির প্রচেষ্টা বর্তমান বৎসরে সমস্যা সম্মুখীন হয়ে উঠবে। বিভিন্ন ক্ষেত্রে সুনামের অভাব দেখা দেবে। উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফেরা সঠিক হবে না। আয়ের থেকে ব্যয় বেশী করার প্রবণতায় সংযম প্রয়োজন ! পেট এবং পায়ের তলার অংশের সমস্যা দেখা দিতে পারে।

প্রতিকার-

শুভরত্ন – পোখরাজ, চুনী ও রক্তপ্রবাল। শুভমূল — অনন্ত, বামনহাটি ও বিশ্বমূল শুভধাতু – সোনা ও তামা। শুভবর্ণ-হলুদ, গোলাপী ও হালকা মেরুন। শুভদিক্- উত্তরদিক। শুভবার-বৃহস্পতিবার। শুভসংখ্যা-৩। মিত্ররাশি মেষ, সিংহ ও বৃশ্চিকরাশি। শত্রুরাশি-মিথুন ও কুম্ভরাশি। লটারী কেনার শুভ তারিখ—প্রতি ইংরাজী মাসের ৩, ৮, ১২, ১৭, ২১, ২৬ ও ৩০।

Leave a Comment