Best Silver Chain For Men, Silver Jewellery Set 2023

Silver Chain For Men, Silver Jewellery Set: বর্তমানে প্রত্যেকটি মানুষের কাছে নিজেদেরকে সুন্দরভাবে সকলের সামনে তুলে ধরা একটা বিরাট চ্যালেঞ্জের মত। এই কাজটিতে কেউই যেন একটুও পিছিয়ে থাকতে চায় না। সে পুরুষ মহিলা যেই হোক না কেন। আরে নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তোলার ক্ষেত্রে গহনা সব থেকে বেশি প্রত্যেকটি মানুষের কাছের জিনিস। বিশেষ করে মহিলাদের কাছে গহনা হলো সবথেকে মূল্যবান একটি সম্পদ। গহনাটি একদমই ব্যক্তিগত সাজসজ্জার ক্ষেত্রে প্রত্যেকটি মানুষ পরিধান করে থাকে, যেমন আংটি, নেকলেস, কানের দুল, ব্রেসলেট প্রভৃতি।

রূপোর গহনার উজ্জল ইতিহাস (Silver Jewellery Set)

আমরা গহনা (silver jewellery set) মানে যেটাকে বুঝি সেটা অনেক দিন ধরে টেকসই থাকে, সেক্ষেত্রে ফুলকে আমরা গহনা ধরতে পারি না। বহু কাল ধরে আমরা সোনা, রুপা প্রভিতি ধাতুকে রত্ন পাথর হিসাবে চিহ্নিত করে থাকি। এছাড়াও আরো বিভিন্ন ধাতুর বর্তমানে গহনা তৈরি হচ্ছে। বিশেষ করে সোনা এবং রুপাকেই (Silver Jewellery Set) আমরা গহনার স্বাভাবিক উপকরণ বলে ধরে আসছি, কিন্তু এছাড়াও কাঁচ, অন্যান্য উদ্ভিদ সামগ্রী এগুলো আমরা গহনার জন্য ব্যবহার করতে শুরু করেছি বর্তমান সময়ে।
এই গহনা বিভিন্ন রত্ন, পাথর, প্রবাল, মূল্যবান ধাতু প্রভীতি ব্যাপকভাবে ব্যবহার করে বানানো হয়।

বেশিরভাগ সংস্কৃতিতে গহনা নিজেদের স্ট্যাটাস হিসেবে ব্যবহার করা হয়। শরীরের প্রায় প্রত্যেকটি অংশকে সাজানোর জন্য গহনা তৈরি করা হয়েছে একদম চুলের পিন থেকে পায়ের আংটি পর্যন্ত।
জুয়েলারি শব্দটির অর্থ হলো রত্ন, যেটি ফরাসি শব্দ জুয়েল থেকে এসেছে এর বাইরে ল্যাটিন শব্দ জোখেল যার অর্থ খেলার জিনিস।
রুপো হলো একটি সাদা ধাতব উপাদান, যেটা অবশ্যই সোনার থেকে শক্ত এবং নমনীয় এবং গুণগত মানের দিক থেকে সোনার পরে দ্বিতীয়। বিভিন্ন ঐতিহাসিক দিক থেকে রূপর গয়না (Silver Jewellery Set), বিশেষ করে রুপোর পুরুষদের চেইন (silver chain for men) প্রচুর বৈশিষ্ট্য পূর্ণ। এটি সাধারণত অন্য কোন ধাতুর সাথে মিশিয়ে অলংকার বানানো হয় এতে আকৃতি বজায় থাকে।


বর্তমানে আমরা যদি সোনা বা প্লাটিনামের মত অন্যান্য মূল্যবান ধাতুর সঙ্গে তুলনা করে দেখি তাহলে রুপো আজকাল অনেক সস্তা। এটা দেখে আমরা এখন মনে করতে পারি যে রুপো আসলে অন্যান্য ধাতুর তুলনায় অতটা গুরুত্বপূর্ণ ধাতু নয়। কিন্তু আমরা যদি এর ইতিহাস লক্ষ্য করি তাহলে দেখতে পাবো রুপো একসময় সোনার চেয়েও বেশি মূল্যবান ছিল। আমরা যদি ইতিহাসের রুপোর গয়নার (silver Jewellery set) ব্যবহার লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এগুলো অন্যান্য ধাতুর গয়নার থেকেও আগে বেশি ব্যবহার করা হতো। এবং ভীষণ প্রভাবশালী ব্যক্তির বাড়িতেও রূপোর উপরে ছিল প্রধান গহনার সামগ্রী। তাই আমরা কোন সন্দেহ ছাড়াই বলতে পারি রুপোর গহনা প্রত্যেকটি মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ ধাতুর ব্যবহার বলে পরিচিত।

রুপোর গহনার (silver jewellery set) ইতিহাস

ইতিহাসে মেসোপটেমিয়ায় রূপমুদ্রা ব্যবহার করা হতো, সে ক্ষেত্রে এটা কয়েনের মতো নয়, আংটি হিসেবে ব্যবহার করা হতো।
বর্তমানে রুপোর বিভিন্ন গয়না যেমন রুপোর চেন (silver chain for men), ব্রেসলেট (silver bracelets for men), আংটি (plain silver rings), কানের দুল (silver earrings for girls) প্রভীতি তৈরি করা হয়। তবে বিশেষ করে এই রূপোর চেইন (silver chain for men) এখন ব্যবহারের একটি বিশেষ অলংকার।
প্রাচীন মিশরে রুপোর গহনা (silver jewellery set) রাজা রানী এবং অন্যদের জন্য সংরক্ষিত থাকতো। ধনী পুরুষ এবং মহিলারা এই রূপোর গহনাগুলি (silver jewellery set) ব্যবহার করত।

রুপোর গহনা বা সিলভার জুয়েলারি (silver jewellery set) কখনোই সম্ভবত ফ্যাশনের বাইরে যাবে না। অনেক মূল্যবান ধাতুকে অন্তর্ভুক্ত করে বিভিন্ন ডিজাইনের সঙ্গে বছরের পর বছর ধরে চলে আসছে। ভিক্টোরিয়ান যুগে রুপোর গয়না (silver jewellery set) ছিল উচ্চবিত্তদের বিলাসিতা, এটি তখন অন্যান্য কোন গহনার মুখোমুখি দাঁড়াতে পারত না।

বর্তমানে প্রায় সব দেশে রুপোর গহনার জনপ্রিয়তা শিখরে এখন প্রায় ই জায়গাতে রুপোর গহনার বিভিন্ন ডিজাইন (silver ring design for men) আমরা দেখতে পাই।
বর্তমান সময়ে রুপার গহনা নিজেকে আবার তার জায়গায় ফিরিয়ে এনেছে। বিভিন্ন ডিজাইনের গহনা (silver ring design for men) তৈরি করে । রূপর গহনার মধ্যে একটা রয়েলিটি অবশ্যই থাকবে চিরদিন। বর্তমানে যেহেতু সোনা অন্যান্য ধাতুর গহনার দাম এখন আকাশ ছোঁয়া। তাই স্বল্পমূল্যের গহনা তৈরিতে রুপো সবার কাছে গ্রহণযোগ্য। কম দামের এবং সূক্ষ্ম কারুকার্যে রুপোর ব্যবহার এখন সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

রূপোর বিভিন্ন গহনা (silver pendant for men)


তবে বিগত কিছু বছরে এই মূল্যবান ধাতুর দাম ক্রমগত বেড়েছে।
তবে বর্তমানে মানুষের চাহিদাকে অনুসরণ করে রুপোর গহনার ডিজাইন (silver ring design for men) এর জনপ্রিয়তা বেড়ে চলেছে। রুপোর লকেটের (silver pendant for girls) জনপ্রিয়তা বর্তমানে প্রচুর বেশি। শুধুমাত্র মহিলারাই নয় পুরুষদের ক্ষেত্রেও এই লকেটের(silver pendant for men) চাহিদা ভীষন। বাচ্চা মেয়েরা (silver pendant for girls) এখন এই রূপোর লকেট গুলিকেই খুবই পছন্দ করে। ইচ্ছা গেলে বাচ্চা মেয়েদের কে উপহার দেওয়ার জন্য রুপোর পেন্ডেন্ট (silver pendant for girls) গুলি খুবই জনপ্রিয়। এছাড়া পুরুষদের ক্ষেত্রেও এই সমস্ত পেন্ডেন্টগুলি খুবই জনপ্রিয়। তারা রুপোর চেন (Silver Chain For Men) এর সাথে এই পেন্ডেন্ট (silver pendant for men) গুলোকে পরে থাকে।

রূপোর আংটি (silver ring design for men)

বেশিরভাগ আধুনিক ডিজাইনের ক্ষেত্রে রুপোর আংটি (silver ring design for men) খুবই জনপ্রিয়। বর্তমানে পুরুষদের এই আংটি (plain silver ring) খুবই পছন্দের। বর্তমানে পুরুষদের জন্য রূপোর (silver ring design for men) বিভিন্ন রকম ডিজাইনের আংটি পাওয়া যায়। এই রুপোর বিভিন্ন ডিজাইনের আংটি (silver ring design for men)গুলি একে অপরকে উপহার দিতেও প্রচুর পরিমাণে সাহায্য করে। কারণ প্রত্যেকের পক্ষে সোনার বা প্লাটিনামের আংটি উপহার দেওয়া সম্ভব নয়। তাই এই পুরুষদের রুপোর আংটি (silver ring for boys) খুবই জনপ্রিয়। এখন কম বয়সী ছেলেমেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে একে অপরকে উপহার দেওয়ার মতো সহজলভ্য কিছু খোঁজার সময় তাদের মধ্যে এই রুপোর আংটিগুলোই (silver rings for couples) সব থেকে আগে মাথায় আসে। এখন তো আমার রুপোর কাপেল রিং (silver rings for couples) পাওয়া যায় যেগুলো বিভিন্ন ডিজাইনের হয় (silver ring design for men) এবং দেখতে অনেক সুন্দর।

আমার অনেক ক্ষেত্রে কোন মেয়ে তার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য ব্রেসলেট (silver bracelets for men) বেছে নেই। দামের দিক থেকেও সহজলভ্য এবং বর্তমানে বিভিন্ন ব্রেসলেট (silver bracelets for men) পাওয়া যাই পুরুষদের জন্য।

মহিলা ও পুরুষদের রূপোর হার (Silver Chain For Men), (Silver Jewellery Set)


সবথেকে জনপ্রিয় গহনা হলো রুপোর চেন (Silver Chain For Men) বিশেষ করে এটি পুরুষদের জন্য বানানো। অনেকেই প্রায় দশ গ্রামের সিলভার চেন (10 gram silver chain price) খুঁজে থাকে।

Silver Necklace Set

এছাড়াও মেয়েদের এখন রুপোর নেকলেস (silver necklace set)পাওয়া যাচ্ছে। ডিজাইনের দিক থেকেও অনন্য এবং দামের দিক থেকেও সহজলভ্য। মেয়েদের নেকলেস সেট (silver necklace for girls) এখন অনেক কিনতে দেখা যায়। বাচ্চা মেয়েদের কেউ সিলভারের নেকলেস (silver necklace for girls) সেট এখন অনেকেই গিফট করে থাকে। বিশেষ করে মহিলারা হ্যান্ডলুম শাড়ির সাথে এই সিলভারের নেকলেস (silver necklace set) গুলি পরলে এখনো মাত্রায় সুন্দর লাগে।

রুপোর দাম (silver price)

বর্তমানে এই সিলভারের দাম (silver price) কম হওয়াই অনলাইনে প্রচুর পরিমাণে রুপোর দাম সার্চ করা হয়। আমাদের ভারতবর্ষে আমেদাবাদ (silver price today ahmedabad), জয়পুর (silver price today jaipur), লখনও (silver price today lucknow) এবং বিশেষ করে কলকাতায় (silver price today kolkata) রুপোর দাম জানার একটা প্রবণতা আছে। অনেক মানুষই এই রুপোর দামের (silver price)খোঁজ রাখে এবং সেই ভাবে কেনাকাটা করতে থাকে।

Oxidised Necklace

রুপোর মতো দেখতে একটি অন্যতম ধাতু হলো অক্সিডাইস, যার গহনা (oxidised necklace) এখন প্রত্যেকটি মেয়ের কাছে খুবই পছন্দের। এখন অক্সিডাইসের জুয়েলারি treanding একটা গহনা। শাড়ির সাথে এই অক্সিডাইসের জুয়েলারি (oxidised jewellery with saree) প্রত্যেকটি নারীকে একটা অন্যরকম সুন্দরতা প্রদান করে।
অক্সিডাইসের নেকলেস (oxidised necklace) একটা মেয়ের কাছে এখন পছন্দের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। প্রায় প্রত্যেকটি মেয়ের কাছেই অক্সিডাইসের নেকলেস (oxidised necklace) আছে। এছাড়া অক্সিডাইসের কানের (oxidised earrings) বিশেষ করে ঝুমকা (oxidised earrings jhumka) এখন অন্যতম জনপ্রিয়। বিভিন্ন শাড়ি এবং জামার সাথে এই অক্সিডাইসের ঝুমকা কানের (oxidised jewellery with saree) গুলি দারুন মানায়। এছাড়াও অক্সিডাইসের আংটি (oxidised ring )দারুন জনপ্রিয়।

Anklet for Women ,আ্যংলেট

মেয়েদের কাছে আরেকটি জনপ্রিয় গহনা হল আ্যংলেট (anklet for women), প্রতিটি মর্ডান মেয়েরা এই আ্যংলেট (anklet for women) ব্যবহার করে থাকে। বিশেষ করে কালো সুতোর আ্যংলেট (black thread anklet) খুবই জনপ্রিয় এই কম বয়সী মেয়েদের কাছে।

এই রুপো এবং অক্সিডাইসের গয়নাগুলি (Silver Jewellery Set) একটি বড় আকারে প্রত্যেকটি মানুষের কাছে ধরা দিয়েছে। জাতি গত দিক থেকে, পোশাকের সাথে একসঙ্গে মিলিয়ে এই গয়নাগুলি প্রত্যেকটি মানুষকে এখন অন্যরকম সুন্দর করে তুলেছে। এখন ফ্যাশনের অন্যতম বিশেষ দিক হচ্ছে এই রুপোর গয়না (Silver Jewellery Set)গুলি।

Leave a Comment